বৃহস্পতিবার থেকে ব্যাবসায়িকভাবে চালু হচ্ছে Reliance Jio Fiber । 5 সেপ্টেম্বরে চালু হওয়ার পর জিও সেই সমস্ত গ্রাহকের কাছে আগে এই পরিষেবা পৌঁছে দেবে যারা ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করেছিল। জিও তাদের এই ফাইবার পরিষেবায় হাই স্পিড ইন্টারনেটের সাথে স্মার্ট হোম সলিউশনও দেবে বলে জানা গেছে। 12 আগস্ট রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভায় কোম্পানির চেয়ারম্যান, মুকেশ আম্বানি এই পরিষেবা সম্পর্কিত অনেকগুলি তথ্য দিয়েছিলেন। যদি আপনিও Jio Fiber পরিষেবা নেওয়ার কথা ভাবছেন, তবে এখানে আমরা আপনাকে এটি সম্পর্কিত 10 টি গুরুত্বপূর্ণ বিষয় বলতে যাচ্ছি।
জিও ফাইবার লাইন বর্তমানে দিল্লি, মুম্বাই, কলকাতা, জয়পুর, হায়দ্রাবাদ, সুরাট, ভদোদরা, চেন্নাই, নয়ডা, গাজিয়াবাদ, ভুবনেশ্বর, বারাণসী, প্রয়াগরাজ, বেঙ্গালুরু, আগ্রা, মীরাট, বিশাখাপত্তনম, লখনউ, জামশেদপুর, হরিদ্বার, গয়া, পাটনা, বন্দর ব্লেয়ারে উপস্থিত আছে। এই শহরগুলি থেকে গ্রাহকরা পেতে শুরু করবে। সংস্থাটি জিওফাইবারের পরিষেবাটি পর্যায়ক্রমে দেশের 1,600 শহরে পৌঁছে দেবে।
জিও ফাইবারের রেজিস্ট্রেশনের জন্য আপনাকে https://gigafiber.jio.com/registration ওয়েবসাইটে যেতে হবে। এখানে আপনার নামের সাথে অন্যান্য তথ্যও দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
রেজিস্ট্রেশনের পরে, কোম্পানির প্রতিনিধি নিজে থেকে আপনাকে কল করবে। এর পরে তারা আপনার বাড়িতে এসে রাউটারটি ইনস্টল করবে। আপনার Jio Fiber ইনস্টলেশনের 2 ঘন্টার মধ্যে সক্রিয় হয়ে যাবে। আপনাকে জানিয়ে রাখি আপনি তখনই গ্রাহকদের থেকে প্রতিনিধি থেকে কল পাবেন যখন আপনার শহরে Jio Fiber লাইন উপলব্ধ থাকবে।
গ্রাহকদেরকে জিও ফাইবারের ইনস্টলেশন চার্জ দিতে হবেনা। তবে এই অফার সীমিত সময়ের জন্য দেওয়া হবে। আবার রাউটারের সিকিউরিটির জন্য 2,500 টাকা লাগবে, যেটি পরে ফেরত যোগ্য।
কোম্পানি আপাতত জিও ফাইবার প্ল্যানের বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি। 12 আগস্ট অনুষ্ঠিত হওয়া জিওর সাধারণ সভায় মুকেশ আম্বানি ঘোষণা করেছেন এর প্ল্যানের মূল্য 700 টাকা থেকে 10,000 টাকার মধ্যে হবে।
জিও ফাইবার গ্রাহকরা 100Mbps থেকে 1Gbps পর্যন্ত স্পিড পাবে। তবে এই স্পিড প্ল্যানের মূল্যের উপর নির্ভর করবে।
কোম্পানি জিও ফাইবার প্রিভিউ অফারের গ্রাহকদেরকে 2 মাস বিনামূল্যে পরিষেবা দেবে। শুধু তাই নয় ওই সমস্ত গ্রাহকরা সিকিউরিটি ডিপোজিট বাবদ দেওয়া 2,500 টাকা ফেরত পাবে।
জিও ফাইবার বার্ষিক প্ল্যানে গ্রাহকরা বিনামূল্যে 4K LED TV এবং 4K Set-Top বক্স পাবে। মনে করা হচ্ছে যে সমস্ত গ্রাহকরা 10,000 টাকার প্ল্যান বেছে নেবে তারাই বিনামূল্যে এই পরিষেবা পাবে।
রিলায়েন্স জিও গিগাফাইবার, গ্রাহকদের বিনামূল্যে ল্যান্ডলাইন কানেকশন দেবে। এর জন্য সংস্থা গ্রাহক থেকে কোনও অতিরিক্ত চার্জ নেবে না। এখানে গ্রাহকরা যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে কল করতে পারবে।
মুকেশ আম্বানি জানিয়েছেন, জিও গিগা ফাইবারে নতুন সিনেমাও মুক্তি পাবে। অর্থাৎ, ব্যবহারকারীরা ঘরে বসে প্রথম দিনের প্রথম শোতেই নতুন সিনেমা দেখতে পারবেন। আম্বানি জানিয়েছেন যে সুবিধাটি 2020 সালের মাঝামাঝি সময়ে শুরু হবে। এর জন্য কোম্পানি MR ( মিক্সড রিয়ালিটি) ডিভাইস লঞ্চ করবে । পাশাপাশি এই ডিভাইসের আরও অনেক বৈশিষ্ট্য থাকবে।
জিও ফাইবার লাইন বর্তমানে দিল্লি, মুম্বাই, কলকাতা, জয়পুর, হায়দ্রাবাদ, সুরাট, ভদোদরা, চেন্নাই, নয়ডা, গাজিয়াবাদ, ভুবনেশ্বর, বারাণসী, প্রয়াগরাজ, বেঙ্গালুরু, আগ্রা, মীরাট, বিশাখাপত্তনম, লখনউ, জামশেদপুর, হরিদ্বার, গয়া, পাটনা, বন্দর ব্লেয়ারে উপস্থিত আছে। এই শহরগুলি থেকে গ্রাহকরা পেতে শুরু করবে। সংস্থাটি জিওফাইবারের পরিষেবাটি পর্যায়ক্রমে দেশের 1,600 শহরে পৌঁছে দেবে।
জিও ফাইবারের রেজিস্ট্রেশনের জন্য আপনাকে https://gigafiber.jio.com/registration ওয়েবসাইটে যেতে হবে। এখানে আপনার নামের সাথে অন্যান্য তথ্যও দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
রেজিস্ট্রেশনের পরে, কোম্পানির প্রতিনিধি নিজে থেকে আপনাকে কল করবে। এর পরে তারা আপনার বাড়িতে এসে রাউটারটি ইনস্টল করবে। আপনার Jio Fiber ইনস্টলেশনের 2 ঘন্টার মধ্যে সক্রিয় হয়ে যাবে। আপনাকে জানিয়ে রাখি আপনি তখনই গ্রাহকদের থেকে প্রতিনিধি থেকে কল পাবেন যখন আপনার শহরে Jio Fiber লাইন উপলব্ধ থাকবে।
গ্রাহকদেরকে জিও ফাইবারের ইনস্টলেশন চার্জ দিতে হবেনা। তবে এই অফার সীমিত সময়ের জন্য দেওয়া হবে। আবার রাউটারের সিকিউরিটির জন্য 2,500 টাকা লাগবে, যেটি পরে ফেরত যোগ্য।
কোম্পানি আপাতত জিও ফাইবার প্ল্যানের বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি। 12 আগস্ট অনুষ্ঠিত হওয়া জিওর সাধারণ সভায় মুকেশ আম্বানি ঘোষণা করেছেন এর প্ল্যানের মূল্য 700 টাকা থেকে 10,000 টাকার মধ্যে হবে।
জিও ফাইবার গ্রাহকরা 100Mbps থেকে 1Gbps পর্যন্ত স্পিড পাবে। তবে এই স্পিড প্ল্যানের মূল্যের উপর নির্ভর করবে।
কোম্পানি জিও ফাইবার প্রিভিউ অফারের গ্রাহকদেরকে 2 মাস বিনামূল্যে পরিষেবা দেবে। শুধু তাই নয় ওই সমস্ত গ্রাহকরা সিকিউরিটি ডিপোজিট বাবদ দেওয়া 2,500 টাকা ফেরত পাবে।
জিও ফাইবার বার্ষিক প্ল্যানে গ্রাহকরা বিনামূল্যে 4K LED TV এবং 4K Set-Top বক্স পাবে। মনে করা হচ্ছে যে সমস্ত গ্রাহকরা 10,000 টাকার প্ল্যান বেছে নেবে তারাই বিনামূল্যে এই পরিষেবা পাবে।
রিলায়েন্স জিও গিগাফাইবার, গ্রাহকদের বিনামূল্যে ল্যান্ডলাইন কানেকশন দেবে। এর জন্য সংস্থা গ্রাহক থেকে কোনও অতিরিক্ত চার্জ নেবে না। এখানে গ্রাহকরা যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে কল করতে পারবে।
মুকেশ আম্বানি জানিয়েছেন, জিও গিগা ফাইবারে নতুন সিনেমাও মুক্তি পাবে। অর্থাৎ, ব্যবহারকারীরা ঘরে বসে প্রথম দিনের প্রথম শোতেই নতুন সিনেমা দেখতে পারবেন। আম্বানি জানিয়েছেন যে সুবিধাটি 2020 সালের মাঝামাঝি সময়ে শুরু হবে। এর জন্য কোম্পানি MR ( মিক্সড রিয়ালিটি) ডিভাইস লঞ্চ করবে । পাশাপাশি এই ডিভাইসের আরও অনেক বৈশিষ্ট্য থাকবে।