Oppo Mobile news

20 মিনিটে ফুল চার্জ হবে ফোন, Oppo আনছে SuperVOOC প্রযুক্তির আপগ্রেড ভার্সান



চাইনিজ স্মার্টফোন কোম্পানি অপ্পোর ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান শেন গতকাল কোম্পানির নতুন এক আবিষ্কার সম্পর্কে জানিয়েছে। তিনি জানিয়েছেন, কোম্পানি ফাস্ট চার্জিং প্রযুক্তির উপর কাজ শুরু করেছে। এরফলে কোম্পানি তাদের SuperVOOC প্রযুক্তি আপগ্রেড করতে পারবে। এটি বিশ্বের সবথেকে বেশি ক্ষমতা সম্পন্ন মাস প্রডিউস্ড ফাস্ট চার্জিং সলিউশন হবে। এখনকার সময় ফাস্ট চার্জিং প্রযুক্তির ক্ষমতা 50W । তবে কোম্পানি তা বাড়িয়ে আরও উন্নত করতে চাইছে। যদিও অপ্পো 50W থেকে বাড়িয়ে কত ক্ষমতা সম্পন্ন ফাস্ট চার্জিং প্রযুক্তি আনছে তা জানা যায়নি।

20 মিনিটে হবে ফোন চার্জ :


শেন তার উইবো পোস্টে জানিয়েছেন এই সুপার ফাস্ট চার্জিং প্রযুক্তি অনেক দ্রুত ফোন চার্জ করতে সক্ষম। এই প্রযুক্তি এলে 4000mAh ব্যাটারি মাত্র 20 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে।

Oppo Reno 2 5G ফোনে এই প্রযুক্তি ব্যবহার হবে :


শেনের কথা অনুযায়ী অপ্পো এই প্রযুক্তি তাদের আপকামিং Oppo Reno 2 5G ফোনে ব্যবহার করবে। মনে করা হচ্ছে ছিল ফোনটি 2019 এর শেষের দিকে লঞ্চ করা হবে। আবার শেনের কথা অনুসারে এই ফোনে 4000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

Amazon প্রোডাক্ট কিনতে এখানে ক্লিক করুন।
পড়ুন : একটি নয়, চার চারটি 108 মেগাপিক্সেল ক্যামেরা ফোন আনছে Xiaomi

Post a Comment

Previous Post Next Post

Contact Form