বিশ্বের দুই বৃহত্তম ফ্ল্যাগশিপ ফোন নির্মাতা, Apple এবং Samsung এর বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার নিন্ম আদালতে মামলা দায়ের করা হলো। এই দুই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ, এদের বেশকিছু ফোন থেকে নির্ধারিত সীমার বেশি রেডিয়েশন নির্গত হচ্ছে। ফলে বাড়ছে ক্যান্সারের সম্ভাবনা। মামলাকারীরা জানিয়েছেন, Apple এবং Samsung এর ফোনগুলো থেকে FCC ( ফেডারেল কমিউনিকেশন কমিশন) দ্বারা নির্ধারিত রেডিয়েশনের মাত্রা থেকে বেশি নির্গত হচ্ছে।
যদিও এই দুই কোম্পানির বিরুদ্ধে মামলা হওয়ার পর নিউজিল্যান্ডের একটি মেডিকেল জার্নালে দাবি করা হয় এই রেডিয়েশন মানুষের শরীরের কোনো ক্ষতি করেনা । গবেষকরা এই রিপোর্টে জানান, অনেক গবেষণার পর দেখা গেছে এই জাতীয় রেডিও ফ্রিকোয়েন্সি মানব দেহের নিম্নমানের টিস্যুগুলিকে কেবল প্রভাবিত করতে পারে। গবেষকরা আরো বলেছেন যে, 5জি এর বিরুদ্ধে প্রচারের জন্য কোনও বৈজ্ঞানিক সত্যতা ছাড়াই এই জাতীয় গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত আমেরিকান শিকাগো ট্রিবিউনের গত সপ্তাহের একটি পরীক্ষায় পাওয়া গেছে iPhone 7, iPhone 8, iPhone X, Samsung Galaxy S8, Galaxy S9 এবং Galaxy J3 ফোন থেকে FCC দ্বারা নির্ধারিত রেডিয়েশনের মাত্রা থেকে বেশি নির্গত হয়। অ্যাপল এবং স্যামসাংয়ের বিরুদ্ধে দায়ের করা মামলায় বলা হয়েছে যে, এই স্মার্টফোনগুলি থেকে বার হওয়া রেডিয়েশন ক্যান্সারের সম্ভাবনা বাড়ায়।