jio Tv

জিও ফাইবারের কোন প্ল্যানগুলোতে বিনামূল্যে টিভি পাবেন, জেনে নিন



গতকাল লঞ্চ হয়েছে Reliance Jio Fiber । এই ব্রডব্যান্ড পরিষেবার মাসিক প্ল্যান শুরু হয়েছে 699 টাকা থেকে। এখানে 100Mbps স্পিডে ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে। এছাড়াও কোম্পানির তরফে ঘোষণা করা হয়েছে কোনো গ্রাহক বার্ষিক প্ল্যান বেছে নিলে বিনামূল্যে টিভি দেওয়া হবে। এই পরিষেবায় কোম্পানি মোট ছটি প্ল্যান লঞ্চ করছে। এই প্ল্যানগুলো হলো – প্ল্যানগুলো হলো ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, ডায়মন্ড, প্ল্যাটিনাম, টাইটানিয়াম। আসুন জেনে নিই কোন প্ল্যানগুলোতে কি ধরনের টিভি পাওয়া যাবে।

Jio Fiber Gold Plan : 24 ইঞ্চি এইচডি টিভি


জিও ফাইবার গোল্ড প্ল্যানের মাসিক চার্জ 1,299 টাকা। আবার অ্যানুয়ালি 31,176 টাকা দিতে হবে। এখানে 250Mbps স্পিডে 500 জিবি ইন্টারনেট ডেটা ( 250 জিবি অতিরিক্ত) পাওয়া যাবে। আবার বার্ষিক প্ল্যান নিলে 12,000 জিবি ডেটার সুবিধা মিলবে। এর সাথে 24 ইঞ্চি এইচডি টিভি বিনামূল্যে পাওয়া যাবে। এছাড়াও 4K সেট বক্স, জিও হোম গেটওয়ে বিনামূল্যে দেওয়া হবে।

Jio Fiber Diamond Plan : 24 ইঞ্চি এইচডি টিভি


জিও ফাইবার ডায়মন্ড প্ল্যানের বারোমাসের মূল্য 29,988 টাকা। অর্থাৎ মাসে এই প্ল্যান নিতে চাইলে আপনাকে 2,499 টাকা দিতে হবে। এরসাথে 24 ইঞ্চি এইচডি টিভি বিনামূল্যে পাওয়া যাবে। এছাড়াও 4K সেট বক্স, জিও হোম গেটওয়ে বিনামূল্যে দেওয়া হবে। এই প্ল্যানে 500Mbps স্পিডে 1250 জিবি ডেটা ( 250 জিবি অতিরিক্ত) দেওয়া হবে। আবার বার্ষিক প্ল্যান নিলে 15,000 জিবি ডেটার সুবিধা মিলবে। এই প্ল্যানের বিশেষ দিক হলো VR ও প্রিমিয়াম কন্টেন্টের সুবিধা পাওয়া যাবে। যেখানে আপনি ‘ফাস্ট ডে ফাস্ট শো’ এর আনন্দ উপভোগ করতে পারবেন।

Jio Fiber Platinum Plan : 32 ইঞ্চি এইচডি টিভি

জিও ফাইবার প্ল্যাটিনাম প্ল্যানের মাসিক ও বার্ষিক চার্জ যথাক্রমে 3,999 টাকা ও 47,988 টাকা। এই প্ল্যানে 1Gbps স্পিডে 2500 জিবি ডেটা ( 250 জিবি অতিরিক্ত) দেওয়া হবে। আবার বার্ষিক প্ল্যান নিলে 30,000 জিবি ডেটার সুবিধা মিলবে। এরসাথে 32 ইঞ্চি এইচডি টিভি বিনামূল্যে পাওয়া যাবে। এছাড়াও 4K সেট বক্স, জিও হোম গেটওয়ে বিনামূল্যে দেওয়া হবে। গ্রাহকরা এই প্ল্যানে VR ও প্রিমিয়াম কন্টেন্টের সুবিধা পাবে।

Jio Fiber Titanium Plan : 4K টিভি

জিও ফাইবার টাইটানিয়াম প্ল্যানের মাসিক মূল্য 8,499 টাকা, অর্থাৎ বারোমাসে দিতে হবে 101988 টাকা। এই প্ল্যানের সাথে 44,990 টাকার 4K টিভি পাওয়া যাবে। এছাড়াও 4K সেট বক্স, জিও হোম গেটওয়ে বিনামূল্যে দেওয়া হবে। গ্রাহকরা এই প্ল্যানে VR ও প্রিমিয়াম কন্টেন্টের সুবিধা পাবে। এখানে 1Gbps স্পিডে 5000 জিবি ইন্টারনেট ডেটা ( 250 জিবি অতিরিক্ত) পাওয়া যাবে। আবার বার্ষিক প্ল্যান নিলে 60,000 জিবি ডেটার সুবিধা মিলবে। এছাড়াও গ্রাহকদেরকে এই প্ল্যানে VR ও প্রিমিয়াম কন্টেন্টের সুবিধা দেওয়া হবে।

Post a Comment

Previous Post Next Post

Contact Form