Xiaomi Company 100M Bought

চীনা স্মার্টফোন কোম্পানি Xiaomi ভারতে 2014 সালের তৃতীয় কোয়ার্টার থেকে এখনো পর্যন্ত 100 মিলিয়ন অর্থাৎ 10 কোটির বেশি স্মার্টফোন এদেশে এনেছে। এতো কম দিনে এতো পরিমান স্মার্টফোন এদেশে এনে কোম্পানি আবার নতুন রেকর্ড করলো। IDC 2019 এর সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুসারে, শাওমি জুলাই মাসের শেষেই 100 মিলিয়নের মাইলস্টোন স্পর্শ করেছে। আপনাকে জানিয়ে রাখি শাওমি কিছুদিন আগে সারাবিশ্বে সর্বোচ্চ অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন বিক্রি করে রেকর্ড করেছিল। এছাড়াও কোম্পানি বিশ্বের প্রথম 64 মেগাপিক্সেল ক্যামেরা ফোন কিছুদিন আগেই চীনে লঞ্চ করেছে।


Mi India for #MiFans

@XiaomiIndia
 Mi fans, with immense pride we announce that we've has officially shipped 100 Mn smartphones. 💯

We reached this mark in just 5 years. The fastest brand to do so. #NoMiWithoutYou

RT with #XiaomiIndia, #100MillionXiaomi, & tag @manukumarjain to win 100 #Xiaomi products


Xiaomi আজ থেকে পাঁচ বছর আগে Redmi A ও Redmi Note সিরিজের সাথে ভারতে প্রবেশ করেছিল। আর আজ 5 বছরের মধ্যেই তারা ভারতের নাম্বার ওয়ান স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হয়েছে। এর সাথে ভারতে সবথেকে দ্রুত 100 মিলিয়ন স্মার্টফোন এনে তাক লাগিয়ে দিলো কোম্পানি। প্রথমে বাজেট ফোনের সাথে স্মার্টফোন মার্কেটে প্রবেশ করলেও এখন শাওমি ফ্ল্যাগশিপ স্মার্টফোনও তৈরী করছে। কিছুদিন আগে কোম্পানি K সিরিজের দুটি মিড প্রিমিয়াম ফোন লঞ্চ করে।


উল্লেখ্য IDC কিছুদিন আগেই জানিয়েছে ভারতে শাওমির মার্কেট শেয়ার এখন 28.31 শতাংশ। যদিও গতবছর ছিল 31 শতাংশ। ভারতে 2019 সালে Redmi 6A এবং Redmi Note 7 Pro সবচেয়ে বেশি বিক্রি হয়েছে।






Post a Comment

Previous Post Next Post

Contact Form