Chandrayan2 mission Update

চন্দ্রযান 2 এর রোমাঞ্চকর 47 দিনের যাত্রাপথ কেমন ছিল জানুন





47 days journey of Chandrayaan 2 before landing on the Moon🌙



উপন্যাস লিখতে চেয়ে ছোটগল্পেই থামতে হলো ইসরোকে। চাদের মাটি ছুঁতে ছুঁতেও, অল্পের জন্য ছোঁয়া হলোনা চন্দ্রযান 2 এর। গতকাল চন্দ্রযান 2-র ল্যান্ডারটি রাত 1 টা 52 মিনিটে চন্দ্রপৃষ্ঠের প্রায় 2.1 কিলোমিটার দূরত্বে থাকা অবস্থায় হারিয়ে গেছে বলে জানিয়ে দেয় ইসরো কর্তৃপক্ষ। সেই সময় চন্দ্রযান 2-র বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভারের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় 47 দিন দীর্ঘ যাত্রা করার পরে চন্দ্রপৃষ্ঠে অবতরণের কিছু মিনিট আগে এই অঘটন ঘটে। যার পরে ইসরোর বৈজ্ঞানিকদের মুখে হতাশার ছাপ লক্ষ্য করা যায়। যদিও এখনও অবধি চন্দ্রযান 2-র যাত্রাপথ বেশ রোমাঞ্চকর ছিল।

চন্দ্রযান 2 কে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে গত 22 শে জুলাই লঞ্চ করা হয়। এই দীর্ঘ 47 দিনে চন্দ্রযান 2 পৃথিবীর কক্ষপথ থেকে শুরু করে চাঁদের শেষ কক্ষপথ পর্যন্ত যাত্রা করেছে। চন্দ্রযান 2 প্রথমে পৃথিবীর পার্কিং কক্ষপথে প্রবেশ করেছিল। পৃথিবীর বাইরের কক্ষপথে বেশ কিছুদিন থাকার পরে 14 আগস্ট চন্দ্রযান 2 পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের কক্ষপথের দিকে রওনা দেয়। আসুন জেনে নিই কেমন ছিল চন্দ্রযান 2-র এই 47 দিনের যাত্রাপথ।


প্রথম ভাগ-

পৃথিবীর কক্ষপথে থাকাকালীন সময়টিকে এই চন্দ্র অভিযানের প্রথম ধাপ বলা যেতে পারে। 22 শে জুলাই থেকে 13 আগস্ট পর্যন্ত প্রায় 25 দিন ধরে চন্দ্রযান 2 পৃথিবীর পাঁচটি কক্ষপথকে প্রদক্ষিণ করে। 24 শে জুলাই চন্দ্রযান 2 পৃথিবীর প্রথম কক্ষপথে প্রবেশ করে এবং 6 আগস্ট শেষ কক্ষপথে প্রবেশ করে। চন্দ্রযান 2-র যাত্রাপথের এই ধাপটি 1 লক্ষ 43 হাজার 585 কিলোমিটারের ছিল।


i) 24 শে জুলাই চন্দ্রযানটি পৃথিবীর কক্ষপথে প্রবেশ করেছিল। এই প্রথম কক্ষপথে চন্দ্রযানটি 230×45,162 কিলোমিটার পথ অতিক্রম করে।
ii) 2 দিন ধরে প্রথম কক্ষপথে থাকার পর চন্দ্রযানটি 26 শে জুলাই রাত 2 টো নাগাদ চন্দ্রযানটি পৃথিবীর দ্বিতীয় কক্ষপথে প্রবেশ করে। চন্দ্রযান 2, এখানে 250×54,689 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। চন্দ্রের দ্বিতীয় কক্ষপথে চন্দ্রযানটি তিনদিন মত ছিল।
iii) 29 শে জুলাই দুপুর 2:30 নাগাদ চন্দ্রযান 2 তৃতীয় কক্ষপথে প্রবেশ করে। এখানে চন্দ্রযান 2 268×71,558 কিলোমিটার পথ অতিক্রম করে।
iv) তৃতীয় কক্ষপথে 3 দিন থাকার পর চন্দ্রযান 2, 2 রা আগস্ট দুপুর 2 টো থেকে 3 টের মধ্যে পৃথিবীর চতুর্থ কক্ষপথে প্রবেশ করে। এখানে চন্দ্রযান 2 248×90,229 কিলোমিটার পথ অতিক্রম করে।
v) চতুর্থ কক্ষপথে চারদিন থাকার পর চন্দ্রযান 2 6 আগস্ট দুপুর 2:30 নাগাদ পৃথিবীর পঞ্চম এবং শেষ কক্ষপথে প্রবেশ করে। এই যাত্রাকালে চন্দ্রযান 2, 221×1,43,585 কিলোমিটার পথ অতিক্রম করে। পঞ্চম কক্ষপথে বেশ কিছুদিন থাকার পরে চন্দ্রযান 2 বিগত 14 ই আগস্ট বেলা 2 টো থেকে 3 টের মধ্যে পৃথিবীর শেষ কক্ষপথ ছেড়ে চন্দ্রের কক্ষপথের দিকে অগ্রসর হয়।

দ্বিতীয় ভাগ-

14 ই আগস্ট পৃথিবীর কক্ষপথ ছেড়ে দেওয়ার পর চন্দ্রযান 2 চন্দ্রের কক্ষপথের দিকে অগ্রসর হয়। এই পর্যায়টিকে চন্দ্র অভিযানের দ্বিতীয় ভাগ বলা যেতে পারে। চন্দ্রযান 2 এর সিডিউল লঞ্চেও এক সপ্তাহ দেরি হয়েছিল কিন্তু তবুও চন্দ্রযান 2 নির্দিষ্ট সময়ের মধ্যেই চাঁদের কক্ষপথে প্রবেশ করতে সক্ষম হয়েছিল। চাঁদের কক্ষপথে প্রবেশ করার আগে চন্দ্রযান 2, 263×4,13,623 কিলোমিটার পথ অতিক্রম করে।

i) 14 ই আগস্ট থেকে 20 শে আগস্ট পর্যন্ত চন্দ্রযান 2 চাঁদ এবং পৃথিবীর কক্ষপথের মধ্যবর্তী জায়গায় ছিল। 20 শে আগস্ট চন্দ্রযান 2 চাঁদের কক্ষপথে প্রবেশ করে।
ii) 21 শে আগস্ট দুপুর 12:30 এ চন্দ্রযান 2 চন্দ্রের প্রথম কক্ষপথে প্রবেশ করে। এই কক্ষপথে চন্দ্রযানটি 118×4,412 কিলোমিটার পথ অতিক্রম করে।
iii) প্রথম কক্ষপথে 7 দিন থাকার পর চন্দ্রযান 2, 28 আগস্ট ভোররাত 5:30 এ চাঁদের দ্বিতীয় কক্ষপথে প্রবেশ করে। এই কক্ষপথে চন্দ্রযানটি 179×1,412 কিলোমিটার পথ অতিক্রম করে।
iv) এই কক্ষপথে 2 দিন থাকার পরে চন্দ্রযান 2, 30 শে আগস্ট সন্ধে 6 টার সময় চাঁদের তৃতীয় কক্ষপথে প্রবেশ করে। চন্দ্রযান 2 এখানে 124×164 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল।
v) 1 সেপ্টেম্বর চন্দ্রযান 2 দুপুর 12:30 থেকে 1:30 এর মধ্যে চন্দ্রের পঞ্চম তথা শেষ কক্ষপথে প্রবেশ করে। এই যাত্রাপথে চন্দ্রযানটি 119×127 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল।

তৃতীয় ভাগ-

2 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত সময়টিকে এই চন্দ্র অভিযানের তৃতীয় ভাগ বলা যেতে পারে। এই সময়টি অত্যন্ত রোমাঞ্চকর ছিল। চন্দ্রের শেষ কক্ষপথের প্রায় 1 দিন সময় কাটানোর পরে 2 সেপ্টেম্বর চন্দ্রযান 2 দুপুর 1:15 নাগাদ বিক্রম ল্যান্ডারের থেকে নিজেকে আলাদা করে নেয়। 6 ই সেপ্টেম্বর রাত 1:52 তে বিক্রম ল্যান্ডারের সঙ্গে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। বৈজ্ঞানিকরা এখন কক্ষপথগুলির থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে বিক্রম ল্যান্ডার এবং রোভারটির খোঁজ চালাচ্ছেন।

Post a Comment

Previous Post Next Post

Contact Form