ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই এর তরফ থেকে জারি করা আধার নম্বর একটি বিশেষ নম্বর যা আপনার একটি ব্যক্তিগত পরিচয় সংখ্যা। সেই আধার নম্বরের বর্তমান পরিস্থিতিকে ভেরিফাই করা অত্যন্ত প্রয়োজন। আপনি ইউআইডিএআই এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের আধার নম্বর ভেরিফাই করতে পারেন খুবই সহজে। সেখানে আপনাকে শুধু নিজের 12 সংখ্যার আধার নম্বর দিতে হবে। আসুন জেনে নিই কিভাবে আপনারা নিজের আধার নম্বর ভেরিফাই করবেন।
প্রয়োজন কি ভেরিফিকেশন করার-
অনলাইন আধার কার্ডকে ভেরিফাই করা অত্যন্ত জরুরি। এর থেকে আপনি আপনার আধার নম্বরটি সুনিশ্চিত করার পাশাপাশি এও জেনে নিতে পারবেন যে আপনার আধার কার্ডটি ভ্যালিড আছে কিনা। ভেরিফিকেশনের সময় আপনারা নিজেদের বয়স লিঙ্গ এবং রাজ্যের সঙ্গে জড়িত সমস্ত তথ্য যাচাই করে নিতে পারবেন। যখনই কোন সমস্যা আপনার নজরে পড়বে তখনই আপনি ফোন কল, ই-মেইলের মাধ্যমে ইউআইডিএআই-র সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও আধার কার্ডের ভেরিফিকেশন আপনার বায়োমেট্রিক ডাটার অপব্যবহার অনেকক্ষেত্রে প্রতিরোধ করে।
আধার কার্ড ভেরিফাই-এর পদ্ধতি-
আধার কার্ড ভেরিফাই করার জন্য :
1 . প্রথমে আপনাকে ইউআইডিএআই-র অফিশিয়াল ওয়েবসাইট uidai.gov.in এ যেতে হবে।
2 . তারপর সেই ওয়েবসাইটের হোম পেজে মাই আধার ট্যাব থেকে পছন্দমতো আধার সার্ভিস সিলেক্ট করতে হবে।
3 . এবার ভেরিফাই আধার অপশনে ক্লিক করতে হবে।
4 . এবার একটি নতুন পেজ খুলবে যাতে আপনাকে আপনার 12 অংকের আধার নম্বর এবং সিকিউরিটি কোড দিয়ে ভেরিফাই করতে হবে।
5 . যখনই আপনি ভেরিফাই বাটনে ক্লিক করবেন তখনই আপনার স্ক্রিনে আধার ভেরিফিকেশনের মেসেজ আসবে।
6 . মেসেজে বলা থাকবে যে আপনার আধার নম্বরটি ইউআইডিএআই-র ডেটাবেসে আছে নাকি না। এছাড়াও এখানে আপনি আপনার বয়স লিঙ্গ রাজ্য এবং আপনার রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরের শেষ তিনটি সংখ্যা দেখতে পাবেন।
আপনার আধার নম্বর ডিঅ্যাক্টিভেট হয়নি তো-
বিভিন্ন কারণের জন্য কিছু কিছু আধার নম্বর ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তাই আপনিও দেখে নিন আপনার আধার কার্ডটি ঠিক আছে কিনা। এর জন্য আপনি ইউআইডিএআই এর অফিশিয়াল ওয়েবসাইটে যান তারপর ভেরিফাই আধার অপশনে ক্লিক করুন তারপর সেখানে নিজের 12 সংখ্যার আধার নম্বরটি দিন এবং সিকিউরিটি কোডটি সাবমিট করুন। তারপরে আপনার সামনে আপনার আধার কার্ড স্ট্যাটাস দেখতে পাবেন।
প্রয়োজন কি ভেরিফিকেশন করার-
অনলাইন আধার কার্ডকে ভেরিফাই করা অত্যন্ত জরুরি। এর থেকে আপনি আপনার আধার নম্বরটি সুনিশ্চিত করার পাশাপাশি এও জেনে নিতে পারবেন যে আপনার আধার কার্ডটি ভ্যালিড আছে কিনা। ভেরিফিকেশনের সময় আপনারা নিজেদের বয়স লিঙ্গ এবং রাজ্যের সঙ্গে জড়িত সমস্ত তথ্য যাচাই করে নিতে পারবেন। যখনই কোন সমস্যা আপনার নজরে পড়বে তখনই আপনি ফোন কল, ই-মেইলের মাধ্যমে ইউআইডিএআই-র সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও আধার কার্ডের ভেরিফিকেশন আপনার বায়োমেট্রিক ডাটার অপব্যবহার অনেকক্ষেত্রে প্রতিরোধ করে।
আধার কার্ড ভেরিফাই-এর পদ্ধতি-
আধার কার্ড ভেরিফাই করার জন্য :
1 . প্রথমে আপনাকে ইউআইডিএআই-র অফিশিয়াল ওয়েবসাইট uidai.gov.in এ যেতে হবে।
2 . তারপর সেই ওয়েবসাইটের হোম পেজে মাই আধার ট্যাব থেকে পছন্দমতো আধার সার্ভিস সিলেক্ট করতে হবে।
3 . এবার ভেরিফাই আধার অপশনে ক্লিক করতে হবে।
4 . এবার একটি নতুন পেজ খুলবে যাতে আপনাকে আপনার 12 অংকের আধার নম্বর এবং সিকিউরিটি কোড দিয়ে ভেরিফাই করতে হবে।
5 . যখনই আপনি ভেরিফাই বাটনে ক্লিক করবেন তখনই আপনার স্ক্রিনে আধার ভেরিফিকেশনের মেসেজ আসবে।
6 . মেসেজে বলা থাকবে যে আপনার আধার নম্বরটি ইউআইডিএআই-র ডেটাবেসে আছে নাকি না। এছাড়াও এখানে আপনি আপনার বয়স লিঙ্গ রাজ্য এবং আপনার রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরের শেষ তিনটি সংখ্যা দেখতে পাবেন।
আপনার আধার নম্বর ডিঅ্যাক্টিভেট হয়নি তো-
বিভিন্ন কারণের জন্য কিছু কিছু আধার নম্বর ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তাই আপনিও দেখে নিন আপনার আধার কার্ডটি ঠিক আছে কিনা। এর জন্য আপনি ইউআইডিএআই এর অফিশিয়াল ওয়েবসাইটে যান তারপর ভেরিফাই আধার অপশনে ক্লিক করুন তারপর সেখানে নিজের 12 সংখ্যার আধার নম্বরটি দিন এবং সিকিউরিটি কোডটি সাবমিট করুন। তারপরে আপনার সামনে আপনার আধার কার্ড স্ট্যাটাস দেখতে পাবেন।